প্রতিদিন প্রতিবেদক : ঢাকা থেকে টাঙ্গাইল পৌরএলাকার দিঘূলীয়ায় নিজ বাড়ীতে আসা আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছেন সদর উপজেলা প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম ওই ব্যক্তি বাড়ি লকডাউন ঘোষণা করেন।
জানা যায়, আবুল কালাম আজাদ ঢাকা থেকে টাঙ্গাইল পৌরসভার দিঘুলীয়ায় তার নিজ বাড়িতে আসেন। তিনি ঢাকার উত্তরা একটি ফ্রেক্টরিতে চাকুরি করেন। ঢাকা থেকে এসে বাড়ির বাহিরে ঘোরাফেরা করতে থাকেন। এলাকাবাসী মানা করা সত্বেও তিনি ঘোরাফেরা করেন। পরে স্থানীরা ক্ষুদ্ধ হয়ে প্রশাসনকে খবর দেন।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম জানান, এই লোকটি ঢাকার উত্তরা থেকে দিঘুলীয়া নিজ গ্রামের বাড়িতে আসেন। তাকে হোম-কোরাইন্টাইনে থাকার নির্দেশ এবং বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।