সাংবাদিক এহসানুল হক শাহীনের মৃত্যু বার্ষিকী পালন

সাংবাদিক এহসানুল হক শাহীনের মৃত্যু বার্ষিকী পালন

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এহসানুল হক খান শাহীনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে শাহীনের স্মৃতিচারণ করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি কামরুজ্জামান খান, সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আখতার শামীম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম, শাহীনের ভাই একরামুল হক খান তুহিন প্রমুখ। এ সময় শাহীনের পরিবারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্র্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আকুর টাকুর পাড়া মৌলভীবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাহবুবুর রহমান খান দোয়া পরিচালনা করেন।

উল্লেখ্য, এহসানুল হক খান শাহীন দৈনিক আমাদের সময় ও ইনডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি ছিলেন। অত্যন্ত সহজ সরল ব্যক্তি হিসেবে সুপরিচিত শাহীন ২০১৬ সালের ৩০ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার অকালে প্রয়াণে পরিবার, আত্মীয় স্বজন ও টাঙ্গাইলের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Author Profile

Mostak Hossain
Mostak Hossain
আমাদের এডিটর-ইন-চিফ একজন পাকা সাংবাদিক যিনি শিল্পে বছরের পর বছর অভিজ্ঞতার সাথে। বিশদ বিবরণের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি এবং গল্প বলার প্রতি অনুরাগ সহ, তিনি আমাদের নিউজরুমকে সর্বোচ্চ স্তরের সম্পাদকীয় মান দিয়ে নেতৃত্ব দেন। সংবাদ সংগ্রহ, তথ্য-পরীক্ষা এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশ করি প্রতিটি নিবন্ধ ন্যায্য, নির্ভুল এবং প্রভাবশালী। তিনি আমাদের পাঠকদের সবচেয়ে প্রাসঙ্গিক এবং আকর্ষক বিষয়বস্তু প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং তার নেতৃত্ব আমাদের প্রকাশনাকে অসংখ্য পুরস্কার এবং প্রশংসা অর্জন করেছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840