প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ারঃ মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ারে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অন্তর্গত ৯৮ কম্পোজিট বিগ্রেডের তত্বাবধানে ৩৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং জেলা প্রশাসনের আয়োজনে “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা-২০২১” ম্যারাথন দৌড় উদ্বোধন করা হয়। বৃহসপ্রতিবার ১৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে দশটায়এ দৌড় শুরু হয়।
এ সময় বঙ্গবন্ধু সেনা নিবাস থেকে আগত ৩৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর এ.এইচ.এম আরশাদ হোসেন ও সেনা কর্মকর্তাগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার ভূমি ইমরান খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক এম. শিবলী সাদিক,
সদর ইউপি চেয়ারম্যান আবু তাহের বাবলু, প্রেস ক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলু, সহ প্রায় ২ শহস্রাধিক লোক ৫ কি.মি ম্যারাথন দৌড়ে অংশ নেন। সকাল সাড়ে দশ টায় এ দৌড় শুরু হয়ে সাড়ে এগার টায় শেষ হয়।