আইনজীবী ও জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মরহুম রফিকুল ইসলামের মিলাদ ও দোয়া মাহফিল

আইনজীবী ও জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মরহুম রফিকুল ইসলামের মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিদিন প্রতিবেদক: বিশিষ্ট আইনজীবী ও কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মরহুম রফিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে শহরের সোনার বাংলা কমিনিউটি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

এতে আরো উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান দাদু, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিম, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামিলুর রহমান মিরন, জেএসডির টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক শফি উদ্দিন, কমিনিউস্ট পার্টির টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ সভাপতি অধ্যাপক কদ্দুস, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু, কালিহাতি উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি লুৎফর রহমান সিদ্দিকী, ভুয়াপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি শেখ রফিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এরআগে দুপুরে টাঙ্গাইল জেলা বার সমিতির উদ্যোগে টাঙ্গাইল জজ কোর্টের সিনিয়র আইনজীবী মরহুম রফিকুল ইসলামের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। বার সমিতির হলরুমে আয়োজিক শোক সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট মোঃ আব্বাস উদ্দিন আকন্দ।

সমিতির সাধারণ সম্পাদক মোঃ কবীর হোসেন উজ্জলের সঞ্চালনায় মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বিজ্ঞ আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল গফুর, কে এম আব্দুস সালাম, আরফান আলী মোল্লা, গোলাম মোস্তফা মিঞা ও রফিকুল ইসলাম খান আলো, সাবেক সাধারণ সম্পাদক খান মোহাম্মদ খালেদ ও সহিদুর রহমান সহিদ, সাবেক জিপি আনন্দ মোহন আর্য, এডভোকেট আলী ইমাম তপন, এডভোকেট শামীমুল আক্তার শামীম, এডভোকেট মোনায়েম হোসেন আলম, এডভোকেট আতাউর রহমান আজাদ, এডভোকেট আব্দুল গণি আল রুহী, এডভোকেট আজিজুর রহমান তোতা, এডভোকেট ওয়ারেছ আলী নান্নু, এডভোকেট শাহানশাহ সিদ্দিকী মিন্টু, এডভোকেট সরকার কবির উদ্দিন, এডভোকেট আইন উদ্দিন বিপ্লব ও এডভোকেট গোলাম মোস্তফা সিকদার প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন বার সমিতির নির্বাহী সদস্য এডভোকেট মালেক আদনান।

এর আগে সকালে জেলা ও দায়রা জজের এজলাস কক্ষে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ রোববার পুরো দিনের জন্য আদালত সমূহের সকল বিচারিক কার্যক্রম মুলতবী রাখার ঘোষণা দেন।

 

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840