সংবাদ শিরোনাম:
মধুপুরে গরীবের হাসপাতালে র‍্যাবের চিকিৎসা সামগ্রী বিতরণ মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫

কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে কঠোর অবস্থানে প্রশাসন

  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এ বিধিনিষেধ কার্যকর করতে টাঙ্গাইলের কালিহাতীতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা জুড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে চলছে এ অভিযান।

তারই ধারাবাহিকতায় রোববার (৪ জুলাই) বিধি নিষেধের চতুর্থ দিনে কালিহাতী পৌর এলাকার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিন অন্তরার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

এসময় কঠোর বিধিনিষেধ না মেনে দোকানপাট খোলা রাখা, মাস্ক পরিধান না করা এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে এসে ঘুরাঘুরি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে ৪ হাজার ২ শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিন অন্তরা।

উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদুল আহমেদ, লেফটেন্যান্ট কর্ণেল শামিম আহমেদ, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, ক্যাপ্টেন রায়হান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক প্রমুখ।

অপরদিকে বিধিনিষেধের চতুর্থ দিনেও সকাল থেকেই উপজেলার বেশ কয়েকটি সড়ক ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, কালিহাতী থানার পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। সড়কে থামিয়ে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন- এমন নানা প্রশ্নের পর যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেয়া হচ্ছে। না হয় ফিরিয়ে দেওয়া হচ্ছে চলাচলকারিদের। রাস্তায় গণপরিবহনও চলতে দেখা যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme