সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

কালিহাতীতে খাস জমির মাটি যাচ্ছে ইটভাটায়

  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের বানকিনা উত্তর পাড়া গ্রামে রাতের আঁধারে সরকারের খাস খতিয়ানের ভুমির মাটি কেটে স্থানীয় দুইটি ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। স্থানীয়দের অভিযোগ এ বিষয়ে প্রশাসনকে অবগত করেও কোন প্রতিকার পাচ্ছেন না তারা।

রাতের আঁধারে মাটি কাটার ফলে ওই এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। ট্রাকের বিকট শব্দে র্নিঘুম রাত কাটাচ্ছে অনেকেই। লেখাপড়ায় বিঘœ ঘটছে শিক্ষার্থীদের। নষ্ট হচ্ছে পাকা রাস্তা। সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত চলে ২০-২৫ টি ট্রাকের তান্ডব। বাধাঁ দিলে তাদের মিথ্যা মামলার ভয় দেখায় এবং প্রাণ নাশের হুমকি দেয়।

জানা যায়, উপজেলার বল্লা ইউনিয়নের সিঙ্গাইর আর. এম. ব্রিকসের মালিক জুলহাস কোম্পানির ছেলে রানা এবং কাগুজিপাড়া বি. এন. এস. এম ব্রিকসের মালিক নাছির উদ্দীন ওই চক্রটির নিকট থেকে মাটি ক্রয় করে নিচ্ছেন।

নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইটভাটার মালিক মো. রানা এবং নাছির উদ্দীন প্রশাসনকে ম্যানেজ করে খাস জমি থেকে এক সাপ্তাহ যাবত মাটি কাটছেন। রাতের আঁধারে মাটির কাটার বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়েই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা (ভুমি) নাহিদ হাসান জানান, খবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme