প্রতিদিন প্রতিবেদক : ভোট শুরুর প্রথম থেকেই নৌকা প্রতীকের পক্ষে আধিপত্য বিস্তার ও জাল ভোট দেয়ার অভিযোগ উঠে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আনোয়ার হাশেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
বেলা পৌনে তিনটার দিকে শুরু হয় আসল খেলা। মাঠ ফাঁকা করে নৌকা প্রতীকে সীল মারার মহোৎসবে মেতে উঠেন নেতা-কর্মীরা। অন্য কোন প্রার্থীর এজেন্টও দেখা যায়নি কেন্দ্রে। এসময় কেন্দ্রে যান আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান তালুকদার৷ সাংবাদিকদের কেন্দ্রে দেখে চড়াও হন তিনি। ওই কেন্দ্র থেকে অন্যত্র চলে যেতে বলে সাংবাদিকদের।
এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো.কাওসার হোসাইন বলেন, ভোটার কম। তাই লাইন নেই। আর ওপেন সীলের বিষয়টি তিনি অস্বীকার করেন।