সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
কালিহাতীতে সামাজিক সচেতনতায় প্রশাসনের অভিযান অব্যাহত

কালিহাতীতে সামাজিক সচেতনতায় প্রশাসনের অভিযান অব্যাহত

প্রতিনিধি প্রতিবেদক, কালিহাতী : করোনায় রোগী সংখ্যা দিন দিন বেড়েই চলছে টাঙ্গাইলের কালিহাতীতে। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ থাকলেও সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কমছে প্রবলভাবে। এমন পরিস্থিতিতে কালিহাতী উপজেলায় সকলের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা অব্যাহত রেখেছেন তার ব্যতিক্রমী উদ্যোগ ‘স্বেচ্ছা অঙ্গীকার’ সংগ্রহ অভিযান।

এর ধারাবাহিকতায় সোমবার (১৪ জুন) উপজেলার এলেঙ্গাতে ‘স্বেচ্ছা অঙ্গীকার’ ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

কাম্পেইনে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট, মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা।

এসময় উপস্থিত ছিলেন- কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেব সিকদার, সাধারণ সম্পাদক হালিম সরকার প্রমুখ।

ক্যাম্পেইনে উপজেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী সমিতি, দোকান মালিক সমিতি ও সিএনজি-অটোরিকশা শ্রমিক নেতারা সকলকে শতভাগ মাস্ক পরাতে স্বেচ্ছায় অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ৫ জুন কালিহাতীতে ভারত ফেরত এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এর পর থেকেই কালিহাতীতে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840