ঘাটাইল প্রতিনিধি: শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ঘাটাইল উপজেলা বিএনপি।
বুধবার সারাদেশে ন্যায় ঘাটাইল উপজেলা কলেজ মোট চত্বরে বিএনপি এই অবস্থান কর্মসূচি পালন করেন।
ঘাটাইল পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন,পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন হেলালসহ ঘাটাইল উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির সহযোগী সংগঠন ও অঙ্গর সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।