ঘাটাইলে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইলে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: ঘাটাইলে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি খান মোঃ ফজলুর রহমানের উপর ঘাটাইল ২নং ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

ঘাটাইল প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান হায়দর আলীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটামের ঘোষনা দেন। এসময় ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন।

মাবনবন্ধনে ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেসক্বাবের সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, হায়দার রহমান, নিউজ২৪এর জেলা প্রতিনিধি আতিকুর রহমান , সাংবাদিক আতা খন্দকার, রবিউল আলম বাদল, সারোয়ার জাহান প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন, সাংবাদিক উত্তম আর্য্য, মোঃ মাসুম মিয়া, মনোয়ার হোসেন সোহেল. আনোয়ার হোসেন বকুল, আঃ লতিফ, গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ দিকে বৃহস্পতিবার বিকালে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ইউএনও এবং ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ঘাটাইল উপজেলার যুগান্তরের প্রতিনিধির উপর সস্ত্রাসী হামলা করা হয়। এতে সে আহত হন। এ ন্যাক্কারজনক ঘটনার স্থানীয় প্রশাসন কর্তৃক কোন সুষ্ঠ সমাধান না হওয়াতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিক খান ফজলুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান হায়দর আলীকে একমাত্র আসামি করে ঘাটাইল থানায় একটি মামলাটি দায়ের করেন। মামলা নম্বর- ০৪ (১৫/২/২০২০)।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পেশাগত দায়িত্ব পালনের জন্য যুগান্তর ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে স্থানীয় ইউএনও’র কাছে ঘাটাইল সদর ইউনিয়নের নিয়ামতপুর-খিলপাড়া রাস্তার সরকারি রাস্তার গাছ কেটে ৩ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করার বিষয়ে জানতে চান। এ সময় সেখানে উক্ত ইউনিয়নের চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। ইউএনও’র সাথে কথা বলার সময় ইউপি চেয়ারম্যান হায়দর আলী পূর্ব শত্রুতার জের ধরে তার উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আহত করেন। পরে আহত সাংবাদিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) নির্যাতিত সাংবাদিক খান ফজলুর রহমান বাদী হয়ে মামলাটি করেছেন মামলা নম্বর- ০৪

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840