প্রতিদিন প্রতিবেদক,ঘাটাইল: ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এসজিপি, এসপিপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি, জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার , ঘাটাইল এরিয়া মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বিপিএম, এনডিসি. এফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ৩০৯ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম। প্রথমে অতিথিদেরকে স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুলতান মাহমুদ পিএসসি, এইসি ও বেগম ফাবলিহা বুশরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সম্মানি অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে জ্যাঁকজমকপূর্ণ মার্চপাষ্ট ও মনোজ্ঞা থিম ডিসপ্লে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের ফলাফলের ধারাবাহিক বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনসহ দেশপ্রেমিক, আদর্শ, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সুন্দর সুখী বাংলাদেশ গড়ার অভিপ্রায় ব্যক্ত করেন।