প্রতিদিন প্রতিবেদক : ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে দুইটি গ্রুপে পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির উদ্যোগে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এডভোকেট গৌতম চক্রবর্তী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু।
অন্যদিকে জেলা আহ্বায়ক কমিটির প্রত্যাখানকৃত জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু’র সভাপতিত্বে টাঙ্গাইল ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাদেকুল আলম খোকাসহ অনান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।