টাঙ্গাইলের রবিউল ইউক্রেনে রুশ বাহিনীর হামলার শিকার, বাঁচার আকুতি

টাঙ্গাইলের রবিউল ইউক্রেনে রুশ বাহিনীর হামলার শিকার, বাঁচার আকুতি

প্রতিদিন প্রতিবেদক: ‘ভাই আমরা আতঙ্কিত, আমরা বাঁচতে চাই, দেশে ফিরতে চাই।’ মোবাইলে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠিয়েছেন ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ বাহিনীর হামলার শিকার বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে ২৮ নাবিকের সঙ্গে আটকে পড়া টাঙ্গাইলের রবিউল আওয়াল।রুশ হামলার শিকার রবিউল জেলার দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের পাহারপুর গ্রামের মো. হোসেন আলীর ছেলে। ওই জাহা‌জের সহকা‌রী প্রকৌশলী হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন তিনি।
বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে র‌বিউল বাঁচার আকু‌তি জা‌নি‌য়ে বড় ভাইয়ের মোবাইলে খু‌দে বার্তা পা‌ঠি‌য়ে‌ছেন। এছাড়াও পরিবারের সাথে যোগাযোগ রাখছেন সে।

রবিউলের পরিবারের সূত্রে জানা গেছে, জাহাজটিতে থাকা আরও ২৮ নাবিক সহযোগিতা পেতে তাদের স্বজনদের কাছে আকুতি জানিয়ে মুঠোফোনে খুদে বার্তা পাঠাচ্ছেন।এছাড়া বর্তমানে ওই এলাকায় বোমা কম ফেলা হচ্ছে বলে র‌বিউল তার ভাইকে জা‌নি‌য়ে‌ছেন। তারপরও তারা খুবই আতঙ্কে রয়েছেন। যে কোনো মূল্যে তাদের রক্ষা করতে সরকারসহ বিভিন্ন জনের সহযোগিতা কামনা করছেন।জাহাজটির সহকারী প্রকৌশলী রবিউল আওয়ালের বড় ভাই আজিজুল হক খান জানান, এর আগে বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ২৫ মিনিটে ইউক্রেনের বন্দরে থাকা পণ্যবাহী জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা চালায় রাশিয়ান সেনারা।

এতে জাহাজটির প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হয়েছেন। এরপর থেকেই জাহাজে থাকা তার ভাইসহ ২৮ জন বাংলাদেশব নাবিক আতঙ্কের মধ্যে রয়েছেন। তার ভাইয়ের সঙ্গে প্রতিনিয়তই খুদে বার্তায় যোগাযোগ হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840