টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বিশেষ প্রতিবেদক: সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

বৃহস্পতিবার প্রথমদিনে শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠিত হয় বাংল প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস ও নকল প্রতিরোধে প্রশাসনের পক্ষ হতে নেয় হয়েছে কঠোর নজরদারী।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ অনান্য কর্মকর্তারা সদর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, সরকারী নিদের্শনায় প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে ব্যাপক নিরাপত্তামুলক ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ও এর আশপাশের এলাকা কঠোর নজরদারীতে রাখা হয়েছে। এ বছর টাঙ্গাইল জেলায় মোট ১২৮টি কেন্দ্রে এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজার ৩৯৩জন। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ৩৯ হাজার ৪৯৫জন, দাখিল পরীক্ষায় ৫ হাজার ২৮৬জন, এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫৭৯জন এবং দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৩৩ জন অংশ গ্রহণ করেছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840