টাঙ্গাইলে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৮

টাঙ্গাইলে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৮

প্রতিদিন প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় শুক্রবার (১৩ আগস্ট) টাঙ্গাইলে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে নতুন করে জেলায় ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৫৫৯ টি নমুনা পরীক্ষার রির্পোটে ৮৮ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ১৯ দশমিক ১৭ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৪ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ১৯৭ জন। সর্বমোট মারা গেছে ২৩০ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৯৪ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৫৯ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৫ নিয়ে মোট ৯৪ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৯৫৩ জন।

নতুন করে আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩৮, নাগরপুরে ১, দেলদুয়ারে ৬, সখীপুরে ১৩, মির্জাপুরে ১, বাসাইলে ১, কালিহাতী ৪, ঘাটাইল ৫, মধুপুর ৪, ভূঞাপুরে ১, গোপালপুরে ১৩ ও ধনবাড়ীতে ১ জন নিয়ে মোট ৮৮ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন। সেই সাথে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840