সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • আপডেট : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে সদর উপজেলার সাবালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টার দিকে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার একটি পুকুর পাড় থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো টাঙ্গাইল সদর উপজেলার ইশাবাশা গ্রামের রশিদ বেপারীর ছেলে মোঃ আল মামুন (৩০), মির্জাপুর উপজেলার করাইল গ্রামের মো মোঃ রঞ্জু মিয়ার ছেলে মোঃ নাহিদ মিয়া (২৩), সখীপুর উপজেলার বহুরিয়া চতলবাইদ গ্রামের নব্বেছ মিয়ার ছেলে মোঃ সিয়াম মিয়া (১৯) এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার নতুন চাঁদপুর গ্রামের সাহেদ আলীর ছেলে মোঃ সাগর আলী (২৫)।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তারা দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশে সরবরাহ করে আসছিল। এছাড়াও মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদকসেবীদের কাছে তাদের চাহিদা অনুযায়ী দেশীয় চোলাই মদ সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে। আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme