টাঙ্গাইলে নতুন একজন সহ তেরজন করোনা রোগী সুস্থ

টাঙ্গাইলে নতুন একজন সহ তেরজন করোনা রোগী সুস্থ

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনাভাইরাস সংক্রমে আক্রান্ত ডেডিকেটেড ইউনিটে ভর্তিকৃত করোনা পজিটিভ ১৩ তম রোগী আব্দুল মোতালেব (৩৬) সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সে ঘাটাইল উপজেলার দেলুটিয়া গ্রামের বাসিন্দা। সপ্তম ধাপে এনিয়ে টাঙ্গাইলে মোট সুস্থ হলেন তেরজন ।

রোববার দুপুরে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও মোঃ শফিকুল ইসলাম সজীব সুস্থ হওয়া রোগীদের হাতে ছাড়পত্র তুলে দেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মোঃ শফিকুল ইসলাম সজীব জানান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তিকৃত আরো একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইতিপূর্বেও প্রথম ধাপে দুইজন ও দ্বিতীয় ধাপে দুইজন, তৃতীয় ধাপে একজন ও চতুর্থ ধাপে একজন, পঞ্চম ধাপে চারজন এবং ষষ্ঠ ধাপে দুইজন ও সপ্তম ধাপে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এনিয়ে জেলার মোট তেরজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840