টাঙ্গাইলে নতুন করে আক্রান্ত ২৫।। মৃত্যু এক

টাঙ্গাইলে নতুন করে আক্রান্ত ২৫।। মৃত্যু এক

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ৬৩৭ জনে।নতুন করে একজনের মৃত্যু হয়েছে। জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, মির্জাপুর ৮ জন, সখীপুর ৩ জন, ধনবাড়ি ৩ জন, ভূঞাপুর, ঘাটাইলকালিহাতী উপজেলায় এক জন করে আক্রান্ত।

বুধবার (১ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা থেকে নমুনার রিপোটের্র ফলাফল টাঙ্গাইলে আসে বুধবার।রিপোটের্ নতুন ২৫ জনের পজেটিভ আসে। এদের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ভূঞাপুরের এক ব্যক্তির পজেটিভ আসে। জেলায় সুস্থ হয়ে বাড়ী ফিরেগেছেন ২৪৮ জন।

গত ২৭ জুন ভূঞাপুরে করোনার উপসর্গ নিয়ে মারা যাওযা ব্যাক্তির ফলাফল পজেটিভ আসে।

নতুন আক্রান্তদের মধ্যে জনকন্ঠের স্টাফ রিপোটার করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাসা সখীপুর উপজেলায়।তিনি সখীপুর থাকা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে যান। এছাড়াও সখীপুর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্রান্ত হয়েছেন।

মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারের চার পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছে।

কালিহাতী উপজেলায় পৌজান ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত ৬৩৭ জন করোনা আক্রান্তের মধ্যে মির্জাপুর ২০২, সদর ১২৯, নাগরপুর ৩৮, কালিহাতী ৩৮, দেলদুয়ার ৪২, মধুপুর ৩৪, গোপালপুর ৩৪, ভূঞাপুর ৩০, ধনবাড়ী ২৭, ঘাটাইল ২৬, সখিপুর ২৪ এবং বাসাইল ১৩ জন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840