প্রতিদিন প্রতিবেদক : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আতত্তায় ২০২১-২২ অর্থবছরের প্রনীত কর্মপরিকল্পনা টাঙ্গাইল জেলার সকল উপজেলায় বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দিনব্যাপী টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামার বাড়ির সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বশির আহম্মদ সরকার।
অনুষ্ঠানে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালন মো: আহ্সানুল বাসারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।
কর্মশালাটি পরিচালনা করেন, টাঙ্গাইল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষন) মুহাম্মদ আরিফুর রহমান।
কর্মশালায় টাঙ্গাইল জেলার সকল উপজেলা কৃষি কর্মকর্তা, বিএডিসি ও কৃষকরা অংশ গ্রহণ করেন।