প্রতিদিন প্রতিবেদক : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে টাঙ্গাইলে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র।
আজ বুধবার সকালে জেলা সদর পানির ট্যাংক বধ্যভূমি সংলগ্ন স্থানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
এসময় জেলা প্রশাসক ডক্টর মোঃ আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারীসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।