সংবাদ শিরোনাম:
অর্থ লুটের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা বরখাস্ত নাগরপুরে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা ছিলিমপুর ইউনিয়নে ফরহাদ ইকবালের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মধুপুরে কৃষিপণ্য প্রদর্শনী ও তিনদিন ব্যাপি কৃষিমেলার উদ্বোধন গোপালপুরে পাঁচ পা নিয়ে জন্ম নিল গরুর বাছুর নাগরপুরে রাস্তা নির্মাণে জমি-শ্রম সবই দিলো জনগণ, পাশে ইসলামী ছাত্রশিবির সখীপুরে ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস! ধনবাড়ীতে জাতীয় ফল মেলা ২০২৫ উপলক্ষে দেশী ফল প্রদর্শনী গোপালপুরে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে খাবার বিতরণ টাঙ্গাইলে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দাইন্যার নবনির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৮৫ বার দেখা হয়েছে।
All-focus

প্রতিদিন প্রতিবেদক : নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে টাঙ্গাইলের সদর উপজেলার দাইন্যা ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত ও বর্তমান চেয়ারম্যান লাবলু মিয়া লাবু।

বুধবার (২৯ ডিসেম্বর)বেলা ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামের সংবাদ সম্মেলন করেন তারা।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী আফজাল হোসেনের কাছে পরাজিত হন। নির্বাচনে জয়লাভ করেই আফজাল হোসেন ও তার বাহিনী এলাকায় চাঁদা দাবি, লাবলু মিয়ার কর্মী-সমর্থকদের ঘরবাড়ি ভাংচুর সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছেন। গত ২৬ ডিসেম্বর লাবলু মিয়ার কর্মী ফতেপুর গ্রামের আব্দুল মালেক, মিথিল, আজাহার উদ্দিন, আলিশাকান্দা গ্রামের আব্দুল হাকিম, ইউনুস আলী, আব্দুল মানিককে আফজাল হোসেনের সন্ত্রাসী বাহিনী পিটিয়ে গুরুতর আহত করে। তাদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ফতেপুর, আলিশাকান্দা, বিন্যাফৈর ও চারাবাড়ি গ্রামে তার কর্মী-সমর্থকরা বাড়িতে থাকতে পারছে না। দাইন্যা ইউনিয়নে সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন লাবলু মিয়া লাবু।

তিনি জানান, তাদের আতঙ্কে ইতোমধ্যেই আমার শতাধিক কর্মী সমর্থক এলাকা ছাড়া হয়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি কর্মী সমর্থকদের দোকান ও বাড়িঘর ভাংচুর করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৬ তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনের ভোট রাতে দিয়ে ৫টি কেন্দ্রের ভোট গণনা না করে আ.লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আফজাল হোসেনকে বিজয়ী ঘোষণা করে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ব্যালট বাক্স নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমি জনগণের ভোটে বিজয়ী হতাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। কিন্তু তার সেই নির্দেশনাকে উপেক্ষা করে আফজাল হোসেন তার বাহিনী ও কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। ভোটাদের কেউ রাস্তায় বের হলে তাদের হাত পা ভেঙে দেয়ার জন্য নির্দেশ দিয়েছিলো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাইন্যা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী আব্দুল লতিফ, গিয়াস, আনোয়ার, রফিকুল, আব্দুল লতিফসহ গ্রাম ছাড়া বেশ কয়েকজন কর্মী সমর্থক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme