প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন সম্পন্ন হয়েছে।
রোববার ৫৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলে।
নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। প্রতিদ্বন্দীতায় বাথুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা আক্তার ফুটবল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক পদত্যাগ করে ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। ফলে উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান পদটি শূন্য হয়ে যায়। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন জানান উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৯০৯। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৬ হাজার ২৪৬ ও মহিলা ভোটার সংখ্যা ৮৫ হাজার ৬৬৩ জন। ১ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছে। কোনো প্রকার অপৃতিকর ঘটনা ছাড়াই শুষ্ঠু ভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে ভোটারের উপস্থিতি সংখ্যা ছিল খুবই কম। এতে মাত্র ১০ ভাগ ভোট কাস্ট হয়েছে।