সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ধনবাড়ীতে রুটি দিতে দেরি হওয়ার ভাংচুর, টাকা লুটের অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে খাবার হোটেলে রুটি দিতে দেরি হওয়ায় দোকান ভাংচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার পাচ্ছে না ওই ভুক্তিভোগী।

মঙ্গলবার ভুক্তভোগী মো. আলী আকবর ধনবাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যলয়ে এসে দায়েরকৃত অভিযোগটি সাংবাদিকদের দেখান। এরআগে শুক্রবার ৯ ডিসেম্বর উপজেলার পাইস্কা ইউনিয়নের পাইটকা সকাল বাজারে এ ঘটনা ঘটে। মো. আলী আকবর ওই ইউনিয়নের পাইটকা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। অভিযুক্তরা হলেন- পাশের গ্রামের খোকন মিয়া, লিটন মিয়া, রাজু আহমেদ, বালুল, লতিফ, রফিকুল, সাদ্দাম হোসেন ও ময়েন উদ্দিন।
সরেজমিনে ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, পাইটকা সকাল বাজারে খাবার হোটেল আলী আকবরের। শুক্রবার সকালে ওই হোটেলে রুটি খেলে আসে খোকন মিয়া। তিনি রুটি খেয়ে আরও ৪টি রুটি পাশের এক দোকানে দিতে বলে। দোকানদার রুটি দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে খোকন আলী আকরের উপর হামাল চালায়। খোকনের বাড়ির লোকজন খবর পেয়ে দোকান ভাংচুর করে। এসময় নগদ ৪৫ হাজার টাকা লুট করে নেয়।

প্রত্যক্ষদর্শী মফিজ মন্ডল, আবুল হোসেন ও মো. আনতাছ আলী বলেন, ‘দোকানে এসে খোকন মিয়া রুটি খেয়ে কয়েকটি রুটি পাশের দোকানে দিতে বলে। রুটি দিতে দেরি হওয়ায় সে হামলা চালায়। পরে স্থানীয়রা উভয়পক্ষকে উদ্ধার করে।’

অভিযুক্ত খোকন মিয়া বলেন, ‘রুটি খেয়ে কয়েকটি রুটি অন্য দোকোন দিতে বললে সে ক্ষিপ্ত হয়ে উঠে। এর প্রতিবাদ করলে আমার উপর হামলা চালায়। দোকানের ভিতরে থাকা গ্লাস ভেঙ্গেছে, আমি ক্ষতি পূরণ দিতে চেয়েছি।’

ইউপি সদস্য আ. রশিদ বলেন, ‘এ ঘটনায় লিটনকে পুলিশ আটক করে ছিল। বিষয়টি মিংমার চেষ্টা চলছে’। ধনবাড়ী থানার ওসি এইচএম জসিম উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়ে তদন্ত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme