ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাফিকের দায়িত্ব পালন ও পাশাপাশি বাজার মনিটরিং করেছে শিক্ষার্থীরা। এসকল শিক্ষার্থীদের মাঝে বুধবার(১৪আগষ্ট)দুপুরে খাবার ও পানি বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেদ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন।
দুপুরে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ডে এ খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলে, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন ও পৌর বিএনপি’র সভাপতি ছোবাহান ।
ধনবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন জানায়, রাস্তায় পুলিশ না থাকার কারণে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা
সড়কের শৃংখলা রক্ষায় ট্রাফিকের দায়িত্বে কাজ করে যাচ্ছে ধনবাড়ী সরকারী কলেজ, আনন্দ মোহন কলেজ ও সাকিনা মেমোরিয়াল গালর্স হাইস্কুল
সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে আমার তাদের পাশে থেকে সার্বিক সহযোগীতা করে যাচ্ছি।
এসময় উপজেলা বিএনপি’র সহ সভাপতি হাফেজ খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, উপজেলা যুবদলের যুগ্ম
আহবায়ক জাহিদুল করিম মিল্টন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব মো. রাশিদুল ইসলাম প্লাবন, পৌর ছাত্র দলের সাবেক আহবায়ক আরিফ হোসেন ও ছাত্রদল কর্মী কামরুল হাসান টুটুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।