সংবাদ শিরোনাম:
সা’দত কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ নাগরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযুক্ত মিজান গ্রেপ্তার মধুপুরে ১২৯ বন মামলা প্রত্যাহারের ঘোষণা – বন ও পরিবেশ উপদেষ্টার অবৈধভাবে বালু উত্তোলন করায় টাঙ্গাইল সদরে দুইজনের কারাদন্ড ও জরিমানা না ফেরার দেশে সালমান খানের সহ-অভিনেতা মুকুল দেব বাবা-মায়ের সঙ্গে মামার বাড়ি যাওয়া হলোনা সাফওয়ানের কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ আহত অন্তত ১০ মধুপুরবাসীর সেই কাঙ্খিত “আলোকিত মধুপুর” বাস সার্ভিসের উদ্বোধন সিরাজগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা: সাবেক এমপি আজিজের ৩ দনিরে রিমান্ড রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু

নাগরপুর কাঁচামরিচের বাজার ২০০ টাকা ছাড়িয়েছে

  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,নাগরপুর: মাত্র কয়েক দিনের ব্যবধানে টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৬০ থেকে ৮০ টাকা। ১৮০ টাকার মরিচ এখন এই বাজারে বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা কেজি দরে। কয়েক দিনের টানা বৃষ্টিতে ক্ষেতে মরিচ নষ্ট হওয়ার কারণে ফসলটির দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার (৮ জুলাই) সকালে নাগরপুর বাজার ঘুরে জানা যায়, ৪-৫ দিন আগে যে কাঁচা মরিচ খুচরা বিক্রি হয়েছিলো ১৮০ টাকা কেজিতে, সেটি বেড়ে আজ বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা কেজি দরে। ভারত থেকে কাঁচামরিচ আমদানি হলেও বাজারে মরিচের দামের উপর তার প্রভাব পড়ছে না। চাহিদার তুলনায় কাঁচামরিচ ভারত থেকে আমদানি কম হওয়ায় এবং দেশে উৎপাদন কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যটির দাম বাড়ছে বলছেন সবজি ব্যবসায়ীরা। দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা। মো. সাদ্দাম হোসেন নামের এক ক্রেতা বলেন, দেশের বাজারে এখন প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। চার-পাঁচ দিন আগেই ১৮০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলাম। আজ তা কিনতে হলো ২৪০-২৬০ টাকা কেজি দরে। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষরা চলবো কি করে? নাগরপুর বাজারে কাঁচা মরিচ ব্যবসায়ী আফছার হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টির পানিতে কৃষকের খেতে কাঁচা মরিচ অনেক নষ্ট হয়েছে। চাহিদা অনুযায়ী আমরা বাজারে কাঁচা মরিচ পাচ্ছি না। বর্তমান আমরা বরাঙ্গাইল এবং উলাইল হাট থেকে কাঁচা মরিচ পাইকারি দামে কিনে আনছি। তিনি আরো বলেন, ক্ষেতে মরিচ নষ্ট হওয়ায় কৃষকরা বেশি দাম হাঁকিয়ে নিচ্ছেন। ২২০ টাকা কেজি দরে ক্রয় করে কাঁচামরিচ খুচরা বিক্রি করছি ২৪০ থেকে ২৬০ টাকা কেজিতে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme