সংবাদ শিরোনাম:
অর্থ লুটের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা বরখাস্ত নাগরপুরে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা ছিলিমপুর ইউনিয়নে ফরহাদ ইকবালের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মধুপুরে কৃষিপণ্য প্রদর্শনী ও তিনদিন ব্যাপি কৃষিমেলার উদ্বোধন গোপালপুরে পাঁচ পা নিয়ে জন্ম নিল গরুর বাছুর নাগরপুরে রাস্তা নির্মাণে জমি-শ্রম সবই দিলো জনগণ, পাশে ইসলামী ছাত্রশিবির সখীপুরে ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস! ধনবাড়ীতে জাতীয় ফল মেলা ২০২৫ উপলক্ষে দেশী ফল প্রদর্শনী গোপালপুরে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে খাবার বিতরণ টাঙ্গাইলে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি : টাঙ্গাইলের সন্তোষে ন্যাশনাল আওয়ামী পার্টির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় দলটির প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এরপর দলটির বর্তমান চেয়ারম্যান হাসরত খান ভাসানীর নেতৃত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে হাসরত খান ভাসানী ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘনীভূত জাতীয় সংকটে অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক দল ও সাধারন জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশ এক ঘণীভূত সংকটের মুখোমুখি। প্রায় দেড় বছর যাবৎ উত্তোরোত্তর করোনার সংক্রমণ বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারি দমন-পীড়ন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষকে হয়রানি এবং গ্রেফতারের ঘটনা জনগণের জীবনে নাভিশ্বাস তুলে দিয়েছে। বর্তমান সরকারের জনগণকে তোয়াক্কা না করবার যে প্রবণতা তা কেবল এই সংকটকে ঘণীভুতই করছে। ইতিহাসে চাল-ডাল-তেল-চিনির সর্বোচ্চ দামই বুঝিয়ে দেয় সাধারণ মানুষের জীবন যাপনের অবস্থা। দীর্ঘদিন যাবৎ লকডাউনের ফলে দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবন ও জীবিকা সংকটাপন্ন। অতি দারিদ্র ও বেকারের সংখ্যা দিন-দিন বেড়েই চলেছে। তাই অবিলম্বে এই অবস্থা প্রতিকারে ব্যবস্থা নেওয়া উচিৎ। জনগনকে তোয়াক্কা না করবার প্রবণতার কারণেই সরকারের সকল প্রতিষ্ঠানের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। সরকার যদি নিজেদের জনগণের প্রতি নূন্যতম দায়বদ্ধ মনে করে তবে সরকারের উচিৎ সকল ক্রিয়াশীল রাজনৈতিক-সামাজিক সংগঠনকে সাথে নিয়ে গণতান্ত্রিক উপায়ে উক্ত সমস্যাগুলো সমাধান করা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme