সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

বাসাইলে ড্রেজারের তথ্য দেয়ার অভিযোগে যুবককে পিটিয়ে আহত

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে ড্রেজারের তথ্য দেয়ার অভিযোগে এক যুবককে পিটিয়ে মারাত্নক আহত করেছে ভূমিদস্যু ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার সহযোগীরা।

আহত অবস্থায় ওই যুবককে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কাঞ্চনপুর কোদালিয়া পাড়ায় নিজ দোকানে তাকে পিটিয়ে আহত করার এই ঘটনা ঘটে।

আহত যুবক স্থানীয় মুদি দোকানী আব্দুল হক মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া(২৮)। হামলাকারী কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়া। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আহত মামুনের সাথে কথা বলে জানা যায়, কাঞ্চনপুর ঝিনাই নদীতে (মাজমের দও) সুমন, জাকিরসহ আরো কয়েকজন বাংলাড্রেজার বসিয়ে প্রায় একমাস যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে এলাকার পুকুর, ভিটেবাড়ি ভরাট করে আসছে। এ সংক্রান্ত একটি সংবাদ বুধবার (৯ ফেব্রুয়ারী) থেকে বিভিন্ন জাতীয়, স্থানীয় পত্রিকা, অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে কোদালিয়াপাড়ার আব্দুল আলিমের ছেলে সুমন এবং শাকিল, আব্দুস সামাদের ছেলে মাসুম বৃহস্পতিবার সকালে মামুনের মুদি দোকানে গিয়ে তাকে টেনে হিচঁড়ে বেড় করে বেধড়ক পিটিয়ে আহত করে এবং দোকানের মালামাল তছনছ করে প্রায় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। মামুন সাংবাদিকদের কোন তথ্য দেইনি চিৎকার করে বারবার বলার পরও তারা তাকে পেটাতে থাকে। মামুনের চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে মামুনের বাবা আব্দুল হক মিয়া বলেন, মামুনকে চিকিৎসা দিয়েই বাসাইল থানায় মামলা দায়ের করবো।

কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক মোঃ সুমন মিয়ার ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, এখনো এ সংক্রান্ত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme