বাসাইলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বাসাইলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

এসময় নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার উপজেলা পর্যায়ের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহদাত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শার্লী হামিদ,বাসাইল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে ভিক্ষুকদের মাঝে ছাগল ও টং ভ্যান বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840