সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে বিয়ের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে এক স্কুল পড়ুয়া ছাত্রীকে একাধিকবার দৈহিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে কলেজ পড়–য়া প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় বাড়ি থেকে প্রেমিক লাপত্তা হলে অনশনে বসে প্রেমিকা। উপজেলার বীরতারা ইউনিয়নের এক গ্রামের এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত প্রেমিক মেহেদী হাসান জিহাদ (১৭)। ওই ইউনিয়নের বীরতারা গ্রামের হবিবর রহমান হবির ছেলে ও স্থানীয় পলিশারপাড় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র। জিহাদ তার নানার বাড়ি পলিশার পাড়ে থেকে পড়ালেখা করে।

ওই স্কুল ছাত্রীর সাথে কথা বলে জানা যায়, বছর খানেক আগে কদমতলী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে পড়ার সুবাদে দুজনের প্রেম হয়। এরপর থেকেই জিহাদ বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিক বার শারিরীক সর্ম্পক করে। পরে প্রেমিককে বিয়ের কথা বললে তালবাহানা শুরু করে। গত বুধবার রাতে বিয়ের কথা বলে ওর নানার বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার শারিরীক সর্ম্পক করে প্রেমিক পালিয়ে যায়। এরপর আমি বিয়ের দাবিতে অনশনে বসেছি। যদি বিয়ে না করে আত্মহত্যা ছাড়া আর কোন আমার উপায় নেই। আমি বাড়িতেও ফিরে যাব না।

জিহাদের নানা আব্দুল আজিজ মিয়া বলেন, ‘জিহাদ আমার বাড়িতে থেকে পড়ে। ওর মা-বাবা ঢাকায় চাকুরি করে। মেয়েটি দুই দিন আগে থেকে আমার বাড়িতে অবস্থান করছে। কিন্তু ওই রাতের পর থেকে মেয়েটিকে বাড়িতে রেখে জিহাদ পালিছে গেছে। স্থানীয় মাতাব্বরদের মাধ্যমে সালিশের চেষ্টা হচ্ছে।’

স্কুল ছাত্রীর বাবা বলেন, ‘মেয়েকে ওই রাত থেকে বাড়িতে পাচ্ছিলাম না। পরে লোকের মাধ্যমে জানতে পারি জিহাদ বিয়ের কথা কথা বলে ওর নানার বাড়িতে নিয়ে গেছে। আমার মেয়েটি জীবন ধ্বংস করে দিলো। আমি এর সমাধান চাই।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান আহম্মদ আল ফরিদ মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।’ ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বলেন, এব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme