সংবাদ শিরোনাম:
কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ ধনবাড়ীতে কিশোরীকে চেয়ারে বেধে বাবা, সৎ মা ও ভাই মিলে নির্যাতনের অভিযোগ  কালিহাতীতে যুবকে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার।  মধুপুরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীদের নামে হত্যা মামলা,এলাকায় তোলপাড় সখীপুরে ৬০ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ  বিএনপি,র সাবেক নেতার বিরুদ্ধে আপত্তিকর বক্তেব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি ঘটনাস্থল পরিদর্শন 

ভূঞাপুরে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেন দুলাল হোসেন চকদার

  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১
  • ১২৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের নেতা ও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক মো. দুলাল হোসেন চকদারকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। এছাড়া স্থায়ীভাবে প্রাথমিক সদস্য পদ বাতিল করাসহ সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যহতি প্রদান করা হয়।

বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুর ইসলাম তোতা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, গেল মাসের ২৮ এপ্রিল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওয়াদুল কাদের এর স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।

নোটিশে বলা হয়েছে, টাঙ্গাইল জেলা গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে মর্মে সামাজিক যোগাযোগ গণমাধ্যম এবং গণমাধ্যমে দুলাল চকদারের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে। যা অনেক কিছুই প্রামাণিত।

বহিষ্কারের নোটিশে আরও বলা হয়েছে- সংগঠন বিরোধী উল্লেখিত কারণ ও দলীয় গঠনতন্ত্র পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হলো। নোটিশটি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বরাবর অনুলিপি প্রেরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা বলেন- ‘উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক দুলাল হোসেন চকদারকে বহিষ্কারের অনুলিপি আজ বুধবার হাতে পেয়েছি। তার কাছে চিঠি পৌঁছে দেয়া হবে।’

তিনি আরও বলেন- ‘দুলাল হোসেন চকদার আগে ভিন্ন দল করতো ও বর্তমান আওয়ামী লীগে যোগাদান করে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা ধরণের অভিযোগ এনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইকরাম উদ্দিন তারা মৃধাসহ অনেকেই তার বিরুদ্ধে বহিষ্কারের আবেদন করেন কেন্দ্রে।’

এ বিষয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের বলেন- ‘ভূঞাপুর উপজেলা গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারকে বহিষ্কারের বিষয়টি অনুলিপি হাতে পেয়েছি। তাকে স্থায়ীভাবে সদস পদ বাতিল করাসহ সংগঠনের সকল কার্যক্রম থেকেও অব্যহতি দেয়া হয়েছ ওই নোটিশে। আপিল করার সুযোগ রয়েছে কি না জানতে চাইলে তিনি আরও বলেন- ‘দুলাল হোসেন চকদারের আর কোনো আপিল করার সুযোগ নেই। স্থায়ীভাবে বহিষ্কার।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme