সংবাদ শিরোনাম:
সরিাজগঞ্জে ছাত্র-জনতার মছিলিে হামলা: সাবকে এমপি আজজিরে ৩ দনিরে রমিান্ড রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি মনিরুজ্জামান নিখোঁজ থানায় জিডি ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং,পাড়া ও মহল্লায় সতর্ক অবস্থে এলাকাবাসী পারিপার্শ্বিকের কারণে, পড়াশুনার কারণে, দারিদ্রতার কারণে এবং  রিলেশনশিপের কারণেও অনেকেই জীবন ত্যাগ করছে : উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ টাঙ্গাইলের ঘাটাইলে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে সেমিনার অনুষ্ঠিত ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে সমন্বয় সভা বাসাইলে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা নাগরপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ,আহত ৪ বাসাইলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০

  • আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভুঞাপুরে একই দিকে যাওয়া দুইটি বাসের প্রতিযোগিতা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরের উপর পড়ে যায়। এতে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০জন।

নিহত বৃদ্ধ আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি কুঠিবয়ড়া বাজার মোড়ের মনোহরি দোকানদার।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
ঘরের মালিক সোলায়মানের ছেলের বউ শারমিন আক্তার বলেন, ঘরে ঘুমিয়ে ছিলাম। মুহুর্তেই ব্যাপক শব্দ হয়। ভেবেছিলাম ঘরের উপর গাছ পড়েছে। কিন্তু পড়ে দেখি ঘরের উপর গাড়ি। এতে আমি আটকে পড়লে মানুষজন এসে উদ্ধার করে। শিশু সন্তানটা দুরে ছিল বিধায় দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছে। এছাড়া অপর পাশের ঘরে আমার শাশুড়ি ছিল সেই ঘরও ভেঙে সে আহত হয়েছে।

কুঠিবয়ড়া গ্রামের শাহীন জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি শুরু হয়। এসময় নিহত হালিম সড়কের মোড়ে থাকা ভ্যানটি পলিথিন দিয়ে ঢেকে দেয়ার সময় বাসটি তাকে চাপা দিয়ে ঘরের উপর পড়ে যায়। পরে স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। এসময় প্রায় ১০জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেলস ও ভাই ভাই পরিবহন নামের যাত্রীবাহি দুইটি বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করে। হঠাৎ বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা পথচারীকে চাপা দিয়ে বসত ঘরের উপর পড়ে যায়। এতে ঘরে থাকা শাশুড়ি ও ছেলের বউ আহত হয়।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme