সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৬০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: গণতন্ত্রের চর্চা ও যোগ্য নেতৃত্ব তৈরির প্রত্যয়ে টাঙ্গাইলের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ ভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিন নির্বাচনী কেন্দ্র ছেঁয়ে যায় ব্যানার, পোস্টার ও ফেস্টুনে। এদিকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়াও প্রার্থীদের মা-বাবা ভোটারদের কাছে ভোট চাইতেও দেখা যায়।

বৃহস্পতিবার ২ জুন সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার ছিলেন ৫ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল মাওয়া মাহি, প্রিজাইডিং অফিসার ছিলেন ২জন, পোলিং অফিসার ৪জন। ৭টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিযোগিতা করেন। পদ সমুহ পুস্তক শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক, পানি সম্পদ, বৃক্ষরোপণ বাগান তৈরি, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রার্থী মনিটরিংয়ের দায়িত্ব পালন করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, পঞ্চম শ্রেণির হামিদুল কবির (আল হাদী),নুসরাত জাহান ঐশি, আরিফা তাহমিদ, মো. আব্দুল্লাহ আল মাহমুদ হৃদয়,চতুর্থ শ্রেণির নুসরাত জাহান নুন,নীরব শিকদার, জোনায়েত হোসেন, ইফতি হাসান ইচ্ছে, তৃতীয় শ্রেণির ওয়ানিয়া বিনতে হাসান, নীরব,নাসমান সাইফি মুগ্ধ, সামিহা ইসলাম ও হুমায়রা করিব।

নির্বাচনে তৃতীয় শ্রেণিতে ৫ জন, চতুর্থ শ্রেণিতে ৪ জন ও পঞ্চম শ্রেণিতে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মমতাজ খানম জানান, গণতন্ত্রের চর্চা ও যোগ্য নেতৃত্ব তৈরির প্রত্যয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪১২ জন ভোটারের মধ্যে ২৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme