সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে সবার মনোনয়ন বৈধ কালিহাতীতে পৌলীতে রেল সেতুর দুই পাশে বালু বিক্রির মহোৎসব মাদরাসা ছাত্রীর প্রেমের টানে ও ঘর বাঁধতে টাঙ্গাইলে আরেক ছাত্রী মধুপুরে জৈব কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ মধুপুরবাসী বাড়ছে নানা রোগ সখীপুরে প্রকৃতি ও শান্তি সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ টাঙ্গাইলের বাসাইল থেকে ৪৯ কেজি গাঁজা সহ ০৪ মাদক ব্যবসায়ী আটক পৌর উদ্যানের শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন  টাঙ্গাইলে পারিবারিক কলহে পিতাকে পিটিয়ে আহত করেছে ছেলে সিরাজগঞ্জে পুলিশের উপর হামলা, মদ ও অস্ত্রসহ আ.লীগ নেতার স্ত্রী আটক
মির্জাপুরে মেয়র সুমনের স্মরণে আলোচনা

মির্জাপুরে মেয়র সুমনের স্মরণে আলোচনা

tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুর পৌরসভার প্রয়াত মেয়র ও মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাহাদৎ হোসেন সুমনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা মির্জাপুর সরকারি কলেজ মাঠে তার বন্ধু মহল এ দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিলপূর্ব সংপিক্ষত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা,

উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, ও মো. মাজহারুল ইসলাম শিপলু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, পৌর আ.লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, সম্পাদক আলম মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মণিরুজ্জামান মণির, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোতালেব মিয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, যুগ্ম-আহ্বায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ওয়াকিল আহম্মেদ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সালাহ্উদ্দিন আশরাফী। এসময় মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা ফজলুল করিম, কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা মাহমুদুল হাসান, থানা মসজিদের ইমাম মাওলানা ফরিদ হোসাইন।

উল্লেখ্য, (মঙ্গলবার) ১১ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র সাহাদৎ হোসেন সুমন মারা যান।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840