প্রতিদিন প্রতিবেদক, রংপুর: রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে শেখ হাসিনা অনূর্ধ্ব-১৫ টি-টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট।
শুক্রবার (১৭ মে) সকালে সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জানা যায়, টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮ জেলার প্রমীলা ক্রিকেট দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় লালমনিরহাট জেলা ক্রিকেট দলের মুখোমুখি হয় গাইবান্ধা জেলা দল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাহিবা সুলতানা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন,রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন, বিসিবি পরিচালক, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ,রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জনাব মেরিনা লাভলী,ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, শাহনাজ বেগম, মনোয়ারা মলি, বিজলী বেগম, বিউটি বেগম, ক্রিকেট কোচ সামসুজ্জামান প্রমুখ।