সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

শেখ কামাল (অনুর্ধ্ব-১৮) জোনাল ক্রিকেটে টাঙ্গাইল জেলা চ্যাম্পিয়ন

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪১ বার দেখা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক: বয়সভিত্তিক পর্যায়ে টাঙ্গাইলের ক্রিকেট এখন জয়জয়কার। জাতীয় দলে না হোক, বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেটে টাঙ্গাইলের সাফল্য এখন গগনচুম্বী। অনুর্ধ্ব-১৪ টুর্নামেন্টে হ্যাটিট্রিক চ্যাম্পিয়নের পর এবার টানা দু’বারের মতো চ্যাম্পিয়ন হলো অনুর্ধ্ব-১৮ শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা জেলাকে হারিয়ে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) টাঙ্গাইল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল অনুর্ধ্ব-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বৃষ্টিবিঘ্নিত ক্রিকেট ম্যাচে টাঙ্গাইল জেলা ডাকওয়ার্থ-ল্ইুস-স্টার্ন পদ্ধতি(ডিএলএসপদ্ধতি)তে ঢাকা জেলাকে ৫০ রানে হারিয়ে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। টাঙ্গাইল সদরের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন খেলা শেষে প্রধান অতিথি হিসেবে দু’দলের মাঝে পুরষ্কার বিতরন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আমিনুল ইসলাম, ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এ হাসান ফিরোজ। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুর সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমান। সকালে ফাইনাল খেলায় টস জয়ী টাঙ্গাইল জেলা (অনুর্ধ্ব-১৮) ক্রিকেট দল প্রথমে ব্যাটিং করে ৪৯.৪ ওভার ১০ উইকেট হারিয়ে ২০৩ রান করে। দলের পক্ষে রিফাত সর্বোচ্চ ৫৪ রান করেন। এছাড়া লিমন ৩৫, রিজান ২১ ও মাইন ২৭ রান করে। বোলিং ঢাকা জেলা (অনুর্ধ্ব-১৮) ক্রিকেট দলের তুষার ও সোহাগ যথাক্রমে ৩৪ ও ৪১ রানে ২টি করে উইকেট দখল করে। জবাবে ঢাকা জেলা ৪১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান করার পথে বৃষ্টি আসলে খেলা পন্ড হয়ে যায়। ডিএলএস পদ্ধতি এ সময় টাঙ্গাইলে দলীয় রান ছিল ১৬৩।

যে কারনে টাঙ্গাইল জেলা ৫০ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। ঢাকা জেলা (অনুর্ধ্ব-১৮) দলের পক্ষে লৌকিক সর্বোচ্চ ৩৩ ও আদিল বক্্র জন ২৭ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের রিজান ২২ রানে ২টি উইকেট দখল করে। বিজয়ী দলের রিফাদ আল জাবির ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়। উল্লেখ্য শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগের ১৭টি জেলা ৪টি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহন করে। চারটি গ্রুপ থেকে টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর জেলা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে অংশগ্রহন করে।

সেমিফাইনালে টাঙ্গাইল জেলা ফরিদপুর জেলাকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিলো।

খেলায় আম্পয়ার ছিলেন রবিন সরকার ও আসিফুর রহমান এবং স্কোরার অরিন্দম পাল লিটন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme