প্রতিদিন প্রতিবেদক,সখীপুরঃ টাঙ্গাইলের সখীপুরে পক্ষঘাতগ্রস্ত পুর্নবাসন কেন্দ্র (সিআরপি) এর আয়োজনে কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার(২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় ডাকবাংলো চত্ত্বরে ইউডিপিডিসি’র সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিবিআর সমন্বয়কারী মোসলেম আলী হাওলাদার, রিহ্যাব রিলিটিশন ডেভলপমেন্ট অফিসার রোকেয়া রশ্মি কেয়া, সিআরপি আরিফুর রহমান, মোঃ আখতারুজ্জামান, সখীপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা পলাশ চন্দ্র বর্মণ, সাংবাদিক আমিনুল ইসলাম ও উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আরজিনা আক্তার প্রমুখ।
এ সময় জন প্রতি ১৫ কেজি চাউল,৫ কেজি আটা,৫কেজি আলো,৩ কেজি ডাল,৩ কেজি পেঁয়াজ,২কেজি চিনি,২ কেজি সয়াবিন তেল ও ১ কেজি লবন দেওয়া হয়।