প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি কৃষ্ণ কর্মকার ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার নির্বাচন হয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলাম।
আলোচনা সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর চন্দ্র সরকার সভাপতিত্ব করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার,সখীপুর থানার অফিসার ইনচার্জ ওসি একে সাইদুল হক ভূঁইয়া, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অখিল প্রিয় সরকার ও প্রশান্ত কুমার সরকার প্রমূখ।