প্রতিদিন প্রতিবেদক : কয়েক দিনের বৃষ্টি এবং নদীর পানি বাড়ায় হুমকির মধ্যে পড়েছে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের পাছ বেথইর এলাকার শহররক্ষা বাঁধ। বাঁধটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এলাকাবাসী। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ‘কয়েক বছর যাবত এ এলাকায় গাইড বাঁধ নির্মাণের দাবি জানানো হলেও সেই দাবি কোনো কাজে আসছে না। অথচ এখানে বাঁধ ভেঙে গেলে কয়েক ঘণ্টার মধ্যে টাঙ্গাইল শহরে পানি প্রবেশ করবে। বন্যার সময় কয়েকশ’ বস্তা জিও ব্যাগ ফেলানো হলেও তা গ্রামবাসীর কোনো কাজে আসে না। নামমাত্র জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদাদের পকেট ভারী হয়।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মান্নান সরকার বলেন, ‘কয়েক বছরে পাছ বেথইর এলাকায় দেড় শতাধিক ভিটেবাড়ি নদীতে বিলীন হয়েছে। এবারের বর্ষায় বাঁধটির বিভিন্ন জায়গায় ভাঙন শুরু হয়েছে। এটি গুরুত্বপূর্ণ বাঁধ। বাঁধটি ভেঙে গেলে টাঙ্গাইল শহরে পানি প্রবেশ করবে। এই মুহূর্তে বাঁধটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু রাজকুমার বলেন, ‘বিভিন্ন সময় নদী খননের নামে এই নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হয়। বালু উত্তোলনের কারণেই প্রতি বছর নদীতে ভাঙন দেখা দেয়। এজন্য অনেক মানুষ ভিটেবাড়িহারা হয়েছেন। এ বছর শহররক্ষা বাঁধেও ভাঙন শুরু হয়েছে। বাঁধটি রক্ষায় বিভিন্ন সময় সমন্বয় মিটিংয়ে আলোচনা করেছি। ভাঙনের বিষয়ে সংশ্লিষ্ট সবাই অবগত আছেন। তারপরও ব্যবস্থা নিচ্ছেন না। তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিল। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকায় প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’