সংবাদ শিরোনাম:
অর্থ লুটের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা বরখাস্ত নাগরপুরে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা ছিলিমপুর ইউনিয়নে ফরহাদ ইকবালের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মধুপুরে কৃষিপণ্য প্রদর্শনী ও তিনদিন ব্যাপি কৃষিমেলার উদ্বোধন গোপালপুরে পাঁচ পা নিয়ে জন্ম নিল গরুর বাছুর নাগরপুরে রাস্তা নির্মাণে জমি-শ্রম সবই দিলো জনগণ, পাশে ইসলামী ছাত্রশিবির সখীপুরে ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস! ধনবাড়ীতে জাতীয় ফল মেলা ২০২৫ উপলক্ষে দেশী ফল প্রদর্শনী গোপালপুরে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে খাবার বিতরণ টাঙ্গাইলে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

করটিয়ায় করোনায় মাদকসেবীদের উপদ্রব বেড়েছে

  • আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ২২১২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

ইমরুল হাসান বাবু: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এলাকায় পুলিশি তৎপরতা না থাকায় মাদকসেবীদের উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। রোববার (১২ এপ্রিল) অতিষ্ঠ হয়ে এলাকাবাসী গণসাক্ষর গ্রহন করেছে।

জানা যায়, করটিয়া বাজারের লোহারপুল, মুচিবাড়ীর মোড়, সাহাবাড়ী (ফ্যাক্টরী) প্রভৃতি স্থানে অবাধে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন খুচরা বিক্রি করা হচ্ছে। স্থানীয় ‘পিয়ারআলীর মা’ নামীয় জনৈক মহিলা ওই এলাকায় মাদক বিক্রি করে থাকেন। বহিরাগত যুবকরা সেখান থেকে মাদকদ্রব্য কিনে পাশের মাদারজানী গ্রামের লেবু বাগান, বাঁশঝাড় ও ব্রিজের নিচে বসে মাদক সেবন করে থাকে। ফলে ওই এলাকাগুলো মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পুলিশ ব্যস্ত থাকার সুযোগে মাদকসেবীরা এলাকায় এসে অবাধে মাদক সেবন করছে। কেউ প্রতিবাদ করতে গেলে নানা ধরণের ভয়ভীতি দেখায়।
মাদকসেবীদের উপদ্রব রোধে টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে আবেদনের লক্ষে এলাকাবাসী রোববার সকালে মাদারজানী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব মেনে সভা করে গণসাক্ষর গ্রহন করেছে।

স্থানীয় ইউপি সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ মিয়া, স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আ. হামিদ মিয়া, স্থানীয় মাতব্বর জামাল উদ্দিন, পাপন, মিন্টু ঘোষ, মোস্তফা মুরাদ প্রমুখ। পরে মাদকসেবীদের দমনে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনায় গণস্বাক্ষর গ্রহন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme