সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ২৫ বছর পর এসডিএস’র টাকা ফেরত পেলো গ্রাহকরা ডিসি অফিসের সরোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে! অর্থ লুটের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা বরখাস্ত নাগরপুরে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা ছিলিমপুর ইউনিয়নে ফরহাদ ইকবালের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মধুপুরে কৃষিপণ্য প্রদর্শনী ও তিনদিন ব্যাপি কৃষিমেলার উদ্বোধন গোপালপুরে পাঁচ পা নিয়ে জন্ম নিল গরুর বাছুর নাগরপুরে রাস্তা নির্মাণে জমি-শ্রম সবই দিলো জনগণ, পাশে ইসলামী ছাত্রশিবির সখীপুরে ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস! ধনবাড়ীতে জাতীয় ফল মেলা ২০২৫ উপলক্ষে দেশী ফল প্রদর্শনী

কালিহাতীতে ইউপি চেয়ারম্যানের হাতে স্বেচ্ছাসেবকলীগ নেতা লাঞ্চিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৭২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বকুল আহাম্মেদকে ইউপি চেয়ারম্যান চান মামুদ পাকিরের নির্দেশে ১০-১২ ব্যক্তি পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মো. বকুল আহাম্মেদ বাদি হয়ে বুধবার(১০ জুন) বিকালে ইউপি চেয়ারম্যান সহ ৫ জনের নামোল্লেখ করে কালিহাতী থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, বল্লা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বকুল আহাম্মেদ কালিহাতী উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলবার(৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে বল্লা হাইস্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে পৌঁছলে কতিপয় ব্যক্তি তার পথরোধ করে।

এ সময় ইউপি চেয়ারম্যান চান মাহমুদ পাকিরের নির্দেশে মো. সবুজ মিয়া, গাফফার হোসেন, হাবিবুর রহমান হাবিব সহ ১০-১২ যুবক অতর্কিতভাবে তাকে কিল-ঘুষি মারে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অন্যরাও লাথি ও কিল-ঘুষি মারে।

তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা মো. বকুল আহাম্মেদকে ফেলে রেখে চলে যায়। পরে তাকে উদ্ধার করে রামপুর বাজারে নিয়ে চিকিৎসা করা হয়।

স্থানীয়রা জানায়, চান মাহমুদ পাকির স্থানীয় শিল্পপতিদের একজন। তার শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা প্রায়ই যৌন সহ নানা হয়রানির শিকার হয়ে থাকে, আর ভ্যাট-ট্যাক্স ফাঁকির বিষয়টি সবারই জানা। সেসব ঘটনা গোপণে মিমাংসা করা হয়।

তারা জানায়, বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন না পেয়ে চান মামুদ পাকির আওয়ামীলীগে যোগ দেন। পরে আওয়ামী লীগের দলীয় টিকিটে চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়া তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য, বল্লা বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি, বল্লা হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি, বল্লা উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মাধ্যমিক তাঁতি সমিতির সভাপতি সহ নানা সংগঠন ও প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন।

এসব পদ-পদবীর কারণে তিনি নিজেকে সর্বেসর্বা ভাবতে শুরু করেছেন। পদ-পদবী টিকিয়ে রাখতে তিনি অলিখিত এক সন্তাসী বাহিনী তৈরি করেছেন। কেউ তার মন্দ কাজের প্রতিবাদ করলে তাকে ওই বাহিনী বা ভিন্ন কায়দায় শায়েস্তা করা হয়। স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. বকুল আহাম্মেদের উপর হামলা তারই অংশ মাত্র।

অভিযোগকারী মো. বকুল আহাম্মেদ জানান, ইউপি চেয়ারম্যান চান মামুদ পাকির একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি বিএনপি থেকে আওয়ামীলীগে যোগ দিয়েছেন।

আওয়ামীলীগে যোগ দিয়ে তিনি বিএনপি মনোভাবাপন্ন লোকদের সাথে নিয়ে সব সময় পরিষদ পরিচালনা করেন। যে কোন কাজে তিনি বিএনপির লোকদের সুযোগ-সুবিধা দিয়ে থাকেন। যেমন ইউনিয়ন পুলিশিং কমিটি গঠনকালে তিনি ছাত্রদল নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসান।

বুধবার (১০ জুন) বিকালে সরেজমিনে মামলায় অভিযুক্তদের সাথে ইউপি চেয়ারম্যান চান মামুদ পাকিরকে তার বাড়িতে শলা-পরামর্শ করতে দেখা যায়। এ সময় ইউপি চেয়ারম্যান চান মামুদ পাকির জানান, মো. বকুল আহাম্মেদ বিএনপির একজন দালাল।

ঐতিহ্যবাহী বল্লা ও রামপুর গ্রামের মধ্যে বিরোধ সৃষ্টির জন্য বকুল আহাম্মেদ এ ঘটনা সাজিয়েছেন। এ ধরণের কোন ঘটনা বল্লায় ঘটে নাই।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন জানান, বল্লা ইউপি চেয়ারম্যান সহ কয়েকজনকে অভিযুক্ত করে দেয়া একটি অভিযোগ পেয়েছেন।

থানার এসআই মনিরুজ্জামান বিষয়টি তদন্ত করেছেন, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme