সংবাদ শিরোনাম:
ভাসানী বিশ্ববিদ্যালয় সিডিসি-এর নতুন কমিটি

ভাসানী বিশ্ববিদ্যালয় সিডিসি-এর নতুন কমিটি

সোলাইমান মিঞা মাভাবিপ্রবি :  ভাসানী বিশ্ববিদ্যালয় সিডিসি-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নাইমুর রহমান নাসিমকে সভাপতি ও ফাতেমাতুজ জোহরা শোভাকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটির ফলাফল ঘোষণা করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ড্রামাটিক ক্লাব।

শুক্রবার ( ২ অক্টোবর)  বিকেলে ক্লাবটির উপদেষ্টা স্যারদের সদয় সম্মতিতে মাভাবিপ্রবি থিয়েটার সিডিসির নতুন কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের অন্যান্য সদস্যরা হলেনঃ সিনিয়র সহ-সভাপতি- আকিব রহমান দিপ্তসহ-সভাপতি – অর্ণব ধর যুগ্ম সম্পাদক-মোঃ রাশাদুল  যুগ্ম সম্পাদক-রায়য়ন বিন জালাল  যুগ্ম সম্পাদক-সাদিয়া আখি  

সাংগঠনিক সম্পাদক- শাহরিয়ার শাকিল সাংগঠনিক সম্পাদক- নিশাত তাসনিম রিদি সাংগঠনিক সম্পাদক- সুস্মিতা সরকার সুজি  অর্থ সচিব-ওমর ফারুক  উপ-অর্থ সচিব -প্রদীপ্ত সাহা

অফিস সেক্রেটারি- অমিতা খা নিশু  উপ-দফতর সম্পাদক-সাখাওয়াত হোসেন প্রচার সম্পাদক-মনজুর হাসান উপ প্রচার সম্পাদক- অমিও সাহা সজিব তথ্য ও যোগাযোগ সম্পাদক -আজন জমি  উপ-তথ্য ও যোগাযোগ সম্পাদক-রাহাত মল্লিক পরিবেশ সম্পাদক- আবুল বাশার সৌরভ

সংগঠনের নব নির্বাচিত সভাপতি নাসিম জানান, একটি জাতিকে চেনা যায় তার থিয়েটার দিয়ে। থিয়েটার নাটকে উঠে আসে আমাদের সমাজের ছবি মানুষের আনন্দ -বেদনা, আশা-আকাংখা।

নাটক যেভাবে মানুষকে স্পর্শ করতে পারে অন্য কোন শিল্প মাধ্যম দিয়ে তা সম্ভব না।বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন মাভাবিপ্রবি থিয়েটার সিডিসি আগামীতেও সমাজের অন্ধকার দিকে আলোকপাত করে এক নতুন বার্তা দিবে। 

এবং ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিডিসি সর্বদাই সচেষ্ট থাকবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840