টাঙ্গাইলে ৫ পৌরসভার ভোট গ্রহন ৩০ জানুয়ারি

টাঙ্গাইলে ৫ পৌরসভার ভোট গ্রহন ৩০ জানুয়ারি

টাঙ্গাইল জেলায় পাঁচ পৌরসভার ভোট গ্রহন হবে আগামী ৩০ জানুয়ারী ।

তৃতীয় ধাপে দেশের আরও ৬৪টি পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে আগামী জানুয়ারিতে। আর এই ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে।

 এ ধাপের পৌরসভা নির্বাচনে টাঙ্গাইলের রয়েছে ৫টি পৌরসভা। সোমবার( ১৪ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পৌরসভাগুলো হচ্ছে- ১। টাঙ্গাইল সদর, ২। ভূঞাপুর, ৩। সখীপুর, ৪। মধুপুর ও ৫। মির্জাপুর পৌরসভা।

পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলতি বছরের ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী ৩ জানুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহার ১০ জানুয়ারি পর্যন্ত। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এ ধাপের সব পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান সচিব।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840