কালিহাতীতে উঠান বৈঠক অনুষ্ঠিত

কালিহাতীতে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে “নারী-পুরুষ সমতায়- তথ্য আপা পথ দেখায়” শ্লোগানে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সনিয়া, তথ্য সেবা সহকারী তানিয়া আক্তার ও শামীমা প্রমুখ।

উল্লেখ্য, গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধিই এ প্রকল্প ও উঠান বৈঠকের মূল উদ্দেশ্য।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840