সংবাদ শিরোনাম:

দেলদুয়ারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

  • আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৫৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : আজ ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নানা কর্মসুচী পালিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন করেন।

দেলদুয়ার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম এহসানুল হক সুমন, সাবেক উপজেলা কমান্ডার সৈয়দ শহীদুল আলম বাবলু, দেলদুয়ার থানার অফিসার ইনর্চাজ সরকার আব্দুল্লাহ আল মামুনসহ দলীয় নেতাকর্মী, প্রশাসনীক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা-জনতা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন নানা কর্মসুচী পালিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme