সংবাদ শিরোনাম:
রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প
ইয়ং স্পোটিংকে ৩৩ রানে হারিয়ে থানাপাড়া ক্লাব জয়ী

ইয়ং স্পোটিংকে ৩৩ রানে হারিয়ে থানাপাড়া ক্লাব জয়ী

ক্রীড়া প্রতিবেদক : ইয়ং স্পোটিং ক্লাবকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন প্রত্যাশী থানাপাড়া ক্লাব শুভ সূচনা করেছে।

১০ মার্চ বুধবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত হ্যাবিট টাঙ্গাইল ও হক ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের “খ”গ্রুপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় টস জয়ী ইয়ং স্পোটিং ক্লাব প্রথমে ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়। টসে হেরে থানাপাড়া ক্লাব প্রথমে ব্যাটিং করলে ৯ ওভারে ২৮ রানের মাথায় ২টি উইকেটে পতন হয়। এরপর শাহিন ও রাফসান ৩১ ওভার পর্যন্ত অবিছিন্ন ব্যাটিং করে ১৫৩ রানের জুটি গড়ে তুলে। ৪০ ওভারে ১৮১ রানে তৃতীয় উইকেটের পতন হলে নিয়মিত উইকেট পড়লেও রানের স্রোতে থামাতে পারেনি ইয়ং স্পোটিং এর বোলারা। শেষ ১০ ওভারে ৮৮রান উঠে। থানাপাড়া ৪৯.৫ ওভারে ২৬৯ রানে অলআউট হয়। এই রানে বড় অবদান ওয়ানডাউন ব্যাটসম্যান শাহিনের। শাহিন সেঞ্চুরীসহ ১০২ রান এবং দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান করে রাফসান। বোলিংয়ে বিজিত ইয়ং স্পোটিং ক্লাবের নাজমুল ৪০ রানে ৪টি উইকেট দখল করে। জবাবে ইয়ং স্পোটিং ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান করলে ৩৩ রানে পরাজিত হয়। দলের পক্ষে হৃদয় সর্বোচ্চ ৪৯ রান করে। এছাড়া লোহিদ ২৭, নাজমুল ২৭ ও নাজমুল হোসেন মিলন ২১ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের ইমতিয়াজ ২৫ রানে ৩টি উইকেট দখল করে। এছাড়া রাফসান ও আরিফ যথাক্রমে ৪০ ও ৫৫ রানে ২টি করে এবং সানি ৩৫ রানে ১টি উইকেট দখল করে।

খেলায় আম্পায়ার ছিলেন রিপন কুমার ও তমাল বিহারী দাস এবং স্কোরার আনিসুর রহমান আলো। আজকের খেলাঃ প্রগতিশীল স্বদেশী সংঘ বনাম টাঙ্গাইল ক্রিকেট ক্লাব।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840