সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ ধনবাড়ীতে কিশোরীকে চেয়ারে বেধে বাবা, সৎ মা ও ভাই মিলে নির্যাতনের অভিযোগ  কালিহাতীতে যুবকে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার।  মধুপুরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীদের নামে হত্যা মামলা,এলাকায় তোলপাড় সখীপুরে ৬০ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ  বিএনপি,র সাবেক নেতার বিরুদ্ধে আপত্তিকর বক্তেব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি, আটক ৩

  • আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৮৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে পুলিশের সঙ্গে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীদের ধস্তাধস্তি হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ মার্চ) দুপুরে শহরে মিছিল বের করলে পুলিশ সেখানে বাঁধা প্রদান করে এবং ব্যানার ছিনিয়ে নেয়।

এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী বলেন, ‘সারা দেশে দলীয় শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, খুনের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ডাকে সম্মিলিতভাবে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি আহ্বান করা হয়। ভিক্টোরিয়া রোডে কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ সেখানে বাঁধা দেয়। পরে স্থান পরিবর্তন করে শহরে পুরাতন বাসস্ট্যান্ড রেজিস্ট্রিপাড়া এলাকায় কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ সেখানেও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দেয়। নেতাকর্মীদের লাঠিপেটা করে আহত করে এবং ব্যানার ছিনিয়ে নেয়। এসময় যুবদল নেতা কামাল হোসেন, ওলামা মোস্তফা কামাল ও ছাত্রনেতা তৌহিদুল ইসলাম বাবুকে আটক করে নিয়ে যায়।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তারা পুলিশের গাড়িতে হামলার চেষ্টা করেছিল। এজন্য তাদের আটক করা হয়েছে। তবে কাউকে আহত করা হয়নি।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme