টাঙ্গাইলে ৯ দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

টাঙ্গাইলে ৯ দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় নয়জন দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন, টাঙ্গাইলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে শহরের জেলা সদর রোড, বটতলা ,তালতলা ও সন্তোষ বাজার ও চারাবাড়ি বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯জনকে ১৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। সেই সাথে সর্বসাধারণকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য আহবান জানাই। করোনাভাইরাস মোকাবেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানায়।

এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840