সংবাদ শিরোনাম:
কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ ধনবাড়ীতে কিশোরীকে চেয়ারে বেধে বাবা, সৎ মা ও ভাই মিলে নির্যাতনের অভিযোগ  কালিহাতীতে যুবকে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার।  মধুপুরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীদের নামে হত্যা মামলা,এলাকায় তোলপাড় সখীপুরে ৬০ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ  বিএনপি,র সাবেক নেতার বিরুদ্ধে আপত্তিকর বক্তেব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি ঘটনাস্থল পরিদর্শন 

বিএনপি’র নেতাদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৬৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বিএনপি নেতাদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীদের দ্বারা হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার (৩১ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডেটোরিয়াম হলরুমে কালিহাতী উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবকদল এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কালিহাতী উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা অভিযোগ করে সংবাদিকদের বলেন, গত রোববার সকালে জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ ফটকের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক বেনজির আহমেদ টিটু, জেলা সেচ্ছাবসবক দলের সহ-সাধারন সম্পাদক জসিম খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক বকুল মিয়া বাঙ্গাল মার্কেটে অপেক্ষা শেষে রওনা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, ছাত্রলীগ নেতা শাহেদ ও নাগবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়নাল হকের নেতৃত্বে প্রায় একশত ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মী আমাদের ওপর অতর্কিত হামলা করে, আমাদের বহন করার জন্য রাখা গাড়িটি ভাঙচুর করে।

এসময় এলেঙ্গা পৌর শ্রমিকদল নেতা আইয়ুব আলী ও লিমনসহ ৫/৭জন আহত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব আরিফ হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, এলেঙ্গা পৌর যুবদলের আহবায়ক আঃ বাতেন, সদস্য সচিব আজগর আলী, কালিহাতী পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব জনি রহমানসহ আন্যান্য নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, বিএনপি নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে মিছিল করার সময় আমরা তাদের সরিয়ে দেই, তাছাড়া ওই সময় অন্য কোনো ঘটনা ঘটেনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme