প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, ১৩১টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার ১০ জন, দেলদুয়ারের দুই জন, মির্জাপুরের তিন জন, কালিহাতীতে ১৭ জন, ঘাটাইলে একজন, মধুপুরে একজন ও ভূঞাপুরে চার জন রয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ১৫৭ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৮৬ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।