টাঙ্গাইলে স্বাস্থ্য বিধি না মানায় ৪০ জনকে আর্থিক জরিমানা

টাঙ্গাইলে স্বাস্থ্য বিধি না মানায় ৪০ জনকে আর্থিক জরিমানা

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে স্বাস্থ্য বিধি না মানায় ৪০ জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ ১৫ জুন মঙ্গলবার টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী।

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী বলেন, চলতি বছরে টাঙ্গাইল জেলায় ব্যাপক হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারন হলো স্বাস্থ্য বিধি না মেনে চলাচল করা। আর সে কারনে গত এক সপ্তাহে টাঙ্গাইল সদরসহ অনান্য উপজেলায় অধিক হারে করোনা রোগী সনাক্ত হয়েছে। সেই সাথে বেড়েছে মৃত্যু। তাই যারা স্বাস্থ্য বিধি না মেনে অবাধে চলাচল করছে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এরইধারাবাহিকতায় আজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেরা ও জেলা সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাক্স পরিধান না করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪০ জনকে ২৮ হাজার ২০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে তাদের মাঝে মাস্ক বিতরণসহ বিভিন্ন প্রচারনা চালিয়ে যাচ্ছি। আমাদের এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে।

এসময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840